আজ, সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫০

ব্রেকিং নিউজ :
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার জাতীয় সঙ্গীত নিয়ে চক্রান্তের প্রতিবাদে মাগুরায় উদীচীর সঙ্গীত পরিবেশন মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মার্চ অনুষ্ঠিত মাগুরা সদর থানার ওসিকে প্রত্যাহারে ছাত্রদের আলটিমেটাম মাগুরায় নতুন পুলিশ সুপারের যোগদান গুলিতে নিহত শাহরিয়ার সোহানের দাফন শ্রীপুরে সম্পন্ন মাগুরায় মটর সাইকেলের ধাক্কায় পথচারির মৃত্যু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাগুরা প্রেসক্লাবকে সাউন্ড সিস্টেম প্রদান চাকরি জাতীয়করণের দাবিতে মাগুরায় আনসার সদস্যদের মানববন্ধন সমাবেশ বেরোইল গ্রামের জাহিদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

মঘিরঢালে পেট্রোলবোমা মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ শুরু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার চাঞ্চল্যকর পেট্রোল বোমা হামলায় ৫ শ্রমিক নিহতের ঘটনার মামলার বাদীর জবানবন্দী ও জেরার মাধ্যমে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইসলামের আদালতে মামলার বাদী পুলিশের এএসআই আব্দুল সালাম হাজির হয়ে সাক্ষ্য দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার এডভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলু জানান, বুধবার মামলার স্বাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে মামলার বাদী এএসআই আব্দুল সালাম আদালতে হাজির হয়ে জবানবন্দী দেন। এ সময় আসামীপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এটির মাধ্যমে চাঞ্চল্যকর এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। ১০ মার্চ পরবর্তি সাক্ষ্যের দিন ধার্য্য  হয়েছে।

মামলার বিষয়ে এডভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলু জানান, এ মামলায় চার্জভুক্ত আসামীরা হচ্ছেন, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, জেলা জামাতের সাবেক আমীর আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনোয়ার হেসেন খান, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী জেনারেল এমবি বাকের, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক হোসেনসহ ২৩ জন।

এছাড়া রাসেল নামে অপর একজনের বিচার কার্যক্রম শিশু আইনের আওতায় শিশু আদালতে চলছে।

প্রসঙ্গত, বিএনপি জামায়াতসহ ২০ দলের অবরোধ চলাকালে ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় ট্রাক চালক, হেলপাসহ ৯ শ্রমিক অগ্নিদগ্ধ হয়। মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ওই রাতেই রওশন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় ট্রাক চালক ইমরান, শ্রমিক মতিন, শাহিন, শাকিল ৪ জন মারা যায়। এ ঘটনায় পরদিন ২২ মার্চ মাগুরা সদর থানার উপ সহকারি পরিদর্শক (এএসআই) আব্দুল সালাম বাদী হয়ে মাগুরা সদর থানায় ২৬ জনকে আসামী করে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology