মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রকাশ্য দিবালোকে হতদরিদ্র ফেরিওয়ালার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে মাগুরা থানা পুলিশ। শনিবার রাত্রে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো শহরের ভায়না চোপদার পাড়া এলাকার রহিম চোপদারের পুত্র ফিরোজ (৪০) ও নিজনান্দুয়ালী এলাকার মৃত জয়নাল শেখের পুত্র রিপন (২৬) ওরফে ছোট রিপন।
মাগুরা সদর থানার এসআই পারভেজ জানান, ১৮ই জুন বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলখানার সামনে সাজিয়াড়া এলাকা হতে কাধে ফেরি করে হাড়িপাতিলসহ নানা সামগ্রী বিক্রেতা হামিদুল ইসলাম নামে এক ফেরিওয়ালার কাছ থেকে প্রকাশ্যে চার হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। রাস্তার পাশে প্রকাশ্য দিবালোকে এই ছিনতাইয়ের ঘটনায় উক্ত এলাকার বাসিন্দারাসহ ভুক্তভোগী ফেরিওয়ালা থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িত ওই দুই ছিনতাইকারীকে সনাক্ত করার পর আটক করা হয়। আটককৃত ফিরোজ ও ছোট রিপন মাদক ব্যাবসা, চুরি, ছিনতাইসহ নানাবিধ অপরাধের সাথে জড়িত শহরের চিহ্নিত অপরাধী চক্রের অন্যতম সদস্য বলে জানান তিনি।