মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রেজাউল ইসলাম হৃদয় (১৮) সোমবার দুপুরে বজ্জ্রপাতে নিহত হয়েছে। সে সদর উপজেলার রাজারামপুর গ্রামের গ্রামের টিপু বিশ্বাসের ছেলে।
হাজরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র রেজাউল ইসলাম হৃদয় বিকেলে বাড়ির পাশে নিজেদের পাট ক্ষেতে কাজ করার সময় হঠাত্ বজ্জ্রপাত ঘটলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, সংবাদ পেয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে।