মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা, সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমের সাবেক সভাপতি সন্তোষ দত্তের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার মাগুরায় শ্রদ্ধা নিবেদন, কীর্তন পদাবলী ও প্রসাদ বিতরণ করা হয়েছে।
সকালে মাগুরা শহরের সাতদোহায় ন্যাংটা বাবার আশ্রমে প্রয়াত সন্তোষ দত্তের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় কীর্তন পদাবলী। যেখানে ভক্তবৃন্দ অংশ নেন।
এছাড়া দুপুরে পরিবারের পক্ষ থেকে ধনী দরিদ্র নির্বিশেষে বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে প্রসাদ বিতরণ বিতরণ করা হয়।