মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সেরা কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পুরস্কার পেলেন সদর থানার ইনস্পেক্টর সাইদুর রহমান বাবুল।
শনিবার কমিউনিটি পুলিশিং দিবসের আলোচনা সভা শেষে মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মাদ রেজোয়ান ইনস্পেক্টর সাইদুর রহমান বাবুলের হাতে সম্মাননা ‘বেস্ট সিপিও’ পুরস্কার তুলে দেন।
এ সময় মাগুরা জেলা ও দায়রা জজ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এএফএম আবদুল ফাত্তাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেলার কমিউনিটি পুলিশিং সদস্যদের নিয়ে অপরাধ দমন এবং মাদক নিমূলে কার্যকর ভূমিকা রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয় বলে জানা গেছে।