মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিল সাকিব হাসান তুহিনের উদ্যোগে ২শ অস্বচ্ছল রোজাদারের মাঝে নানা রকমের ফলের ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার শহরের নতুন বাজার এলাকায় ব্যাতিক্রমি এ ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর এবং বিশেষ অতিথি হিসেবে মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মাগুরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা উপস্থিত ছিলেন।
উপস্থিত দরিদ্র পরিবারের দুই শতাধিক মানুষের মাঝে আস্ত একটি তরমুজ, পরিমাণমত কমলা, আপেল, আনার, নালিম, কলাসহ প্রত্যেকের জন্য প্রায় ৪শ টাকার ফল বিতরণ করা হয় ।