মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার থেকে শুরু হয়েছে শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বিকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর এ খেলার উদ্বোধন করেন।
মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চাউলিয়া ফুটবল একাদশ ১-০ গোলে বগিয়া ইউনিয়নকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, ৪নং বগিয়া ইউপি চেয়ারম্যান মীর রওনক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী সঞ্জয় জামান বিপু, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলার প্রথম দিনে বগিয়া ইউনিয়ন মুখোমুখি হয় চাউলিয়া ইউনিয়নের । তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দল আক্রমন পাল্টা আক্রমন চালায়। খেলার ১ম আর্ধে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। পরে ২য় আর্ধের ১৩ মিনিটে চাউলিয়া দলের চৌকস খেলোয়াড় আল-আমিনের দেয়া ১ টি গোলে বিজয়ী হয় চাউলিয়া ফুটবল একাদশ।
টুর্ণামেন্টে অংশগ্রহণকারী ফুটবলারদের জন্যে তৈরি জার্সি খেলার আয়োজক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের হাতে তুলে দেন প্রধান অতিথি। খেলা শেষে ম্যান অব দা ম্যাচ চাউলিয়া ফুটবল দলের আল-আমিনের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সুফিয়ান।