মাগুরা প্রতিদিন ডটকম : অবিলম্বে গণপরিবহন চালু ও সরকারি প্রণোদনার দাবিতে রোববার বিক্ষোভ মিছিল করেছে মাগুরা জেলা বাস ও মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
দপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়ন অফিস থেকে শ্রমিক ইউনিয়নের ২ শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজেদের দাবির পক্ষে শ্লোগান দেয়।
পরে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সমাবেশ থেকে জেলা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ইমদাদুর রহমান বলেন, সারাদেশে সবকিছু চলছে কিন্তু আমাদের গণপরিবহন রয়েছে বন্ধ। গত এক মাসে শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাবন করছে। কিন্তু সরকার আমাদের কোনো প্রকার খোজ খবর রাখেনি। এ অবস্থায় অবিলম্বে গণপরিবহন চালু করার জন্যে সরকারের প্রতি জোর আহবান জানিয়েছি।
দাবির স্বপক্ষে সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও তিনি জানান।