মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক রাশেদ খাঁনের পিতা মোহম্মদ মহসিন খাঁন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে মাগুরা শহরের খান পাড়াস্থ বাড়িতে অসুস্থঅবস্থায় শয্যাশায়ী ছিলেন। রবিবার দিবাগত রাত ২ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ পুত্রসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
সোমবার জোহরবাদ পিটিআই জামে মসজিদে প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে ভায়না পৌর কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে মাগুরা প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি জেলায় কর্মরত বিভিন্ন গণ মাধ্যমের সাংবাদিকরা শোক জানিয়েছেন।