মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রার্থনা রাণি নামে এক গৃহবধূকে যৌতুকের জন্যে পুড়িয়ে হত্যার দায়ে তার স্বামী অসিত কুমার বিশ্বাসকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত অসিত বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামের নিত্যগোপাল বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক প্রণয় কুমার দাশ এই রায় দেন।
২০১৮ সালের ০১ ফেব্রুয়ারি রাতের বেলা অসিত বিশ্বাস তার স্ত্রী প্রার্থনা রাণিকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর অচেতন করে গায়ে আগুন লাগিয়ে হত্যা করে। এ ঘটনার পর প্রার্থনা রাণির মামা গৌতম কর মাগুরার শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিশেষ আদালতের পিপি এডভোকেট আবদুর রাজ্জাক বলেন, আসামী পলাতক থাকায় তার অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়েছে। এ মামলার অপর আসামী অসিতের মা নিভারানীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।