মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-যশোর সড়কের শেখ পাড়া এলাকায় শনিবার দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাব্বী (২০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত ও আশিকুর রহমান দিপ্ত নামে তার সঙ্গী অপর আরোহী আহত হয়েছেন। তাদের বাড়ি যশোর পালবাড়ি এলাকায়।
মাগুরা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্মরত চিকিত্সকরা রাব্বী (২০) নামে যুবককে মৃত ঘোষণ করেন। তবে আহত আশিকুর রহমান দিপ্তকে হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সাধিন আহত আশিকুর রহমান দিপ্ত জানান, তারা মটর সাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে যশোর মুখি একটি বাস তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি‘র ছাত্র রাব্বি যশোরের পালবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে বলে দিপ্ত জানায়।