মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার রামনগর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ২৪ লিটার বাংলা মদসহ লাল চাঁদ নামে এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে রামনগর হাইওয়ে ফাড়ির পুলিশ। আটক লাল চাঁদ মাগুরা শহরের ভিটাসাইর এলাকার সব্দুল মোল্লার পুত্র।
মাগুরা হাইওয়ে ফাড়ির সার্জেন্ট গৌতম কুমার জানান, মাগুরায় অনুমোদিত দেশি মদের আবগারি কিছুদিন হল বন্ধ থাকার কারণে স্থানীয় কিছু খুচরা মাদক ব্যাবসায়ী ফরিদপুর জেলার মধুখালি থেকে সড়ক পথে বাংলা মদ এনে শহরের বিভিন্ন স্থানে বিক্রি শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের প্রেক্ষিতে একটি ইজি বাইকের ভেতর থেকে ২৪ লিটার দেশিয় মদসহ লাল চাঁদকে আটক করা হয়।
মাগুরা সদর থানায় মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলেও ফাঁড়ি ইনচার্জ জানান।