মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ড মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ৫৩ কোটি ৬১ হাজার ৮৯১ টাকার বাজেট ঘোষণা করেন।
মাগুরা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বাজেট অধিবেশনে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মাহববুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাজেট অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শামিম খান, আবু বাসার আখন্দ, শফিকুল ইসলাম, অলোক বোস, রূপক আইচ, তেহরান আলম টুটুল প্রমুখ।