মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার জনপ্রিয় অনলাইন ‘মাগুরা নিউজ’ এর সম্পাদক অ্যাডভোকেট রাজিব মিত্র জয়ের শেষ কৃত্যানুষ্ঠান বৃহস্পতিবার সকালে মাগুরা সাতদোহা শ্মশানে সম্পন্ন হয়েছে।
মাগুরা শহরের ম্যাটারনিটি পাড়ার বাসিন্দা অ্যাডভোকেট রতন কুমার মিত্র জীবনের ছেলে অ্যাডভোকেট রাজিব মিত্র জয় ৩০ মার্চ সোমবার বিকালে শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় সড়ক দূর্ঘটনার শিকার হন। মটর সাইকেল চালিয়ে যাওয়ার পথে স্পীড ব্রেকারের সঙ্গে আঘাত পেয়ে মটর সাইকেল নিয়ে পড়ে গেলে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিত্সকরা উন্নত চিকিত্সার জন্যে তাকে ঢাকায় নিউরো সাইন্স হাসপাতাল প্রেরণ করেন। সেখানে চিকিত্সাধিন অবস্থায় ১ এপ্রিল বুধবার বিকালে ৫ টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
অ্যাডভোকেট রাজিব মিত্র জয় মৃত্যুকালে বাবা-মা, স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
তার মৃত্যুতে মাগুরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিরেন শিকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খান, মাগুরা প্রতিদিন ডটকম সম্পাদক জাহিদ রহমান।
সাংবাদিক রাজিব মিত্র জয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী মাগুরার সাংবাদিক সমাজের সদস্য এবং আইনজীবিরা। পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।