মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে আশরাফুল আলম বাবুলকে সভাপতি এবং আবদুল মান্নানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে তারা নির্বাচিত হন।
অন্যদিকে বুধবার মাগুরা পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বাকি ইমাম ভুইয়াকে সভাপতি এবং মকবুল হোসেন মাকুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
দুইদিনের এ সম্মেলনে অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ডক্টর বিরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।