আজ, রবিবার | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৪

ব্রেকিং নিউজ :
শালিখার হরিশপুর স্বামীর শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু ৩ জুলাইয়ের মধ্যে ঘোষণা পত্র ও সনদ কার্যকর দেখতে চাই-নাহিদ ইসলাম মাগুরায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের উদ্বোধন যুক্তরাষ্ট্রে ক্রিকেট দল পেলেন সাকিব মাগুরায় ট্রাক-বাস সংঘর্ষে বিপ্লব নামে এক জনের মৃত্যু নাকোলে চালের মধ্যে লুকানো ৭ কেজি গাঁজা উদ্ধার শালিখায় দুঃস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ শ্রীপুরের গোয়ালপাড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু মাগুরার সাবেক এমপির স্ত্রী সীমা রহমানের গাড়ি বাড়ি ব্যাংক জব্দের নির্দেশ মাগুরা হাসপাতালে মৃত স্ত্রীকে ফেলে যাওয়া স্বামী শামীম শেখ গ্রেফতার

মাদক ছাড়তে বলায় বরুণাতৈল গ্রামের আকামত মোল্যাকে খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার বরুণাতৈল গ্রামের কৃষক আকামত মোল্যা হত্যাকাণ্ডে জড়িত মাদকসেবি ইশারতকে পুলিশ গ্রেফতার করেছে। সে ওই গ্রামের জালাল শেখের ছেলে।

মাদক সেবন ছাড়তে বলায় ক্ষুব্ধ হয়ে সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে শুক্রবার পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এর আগে সকালে গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সদর থানা পুলিশ ইশারতকে গ্রেফতার করে। সে ওই গ্রামের জালাল শেখের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আকামত মোল্যা বরুণাতৈল গ্রামে আলালউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ইশারত ওই দোকানে সিগারেট কিনতে যায়। কিন্তু আকামত মোল্যা তাকে নেশাদ্রব্য সেবন করতে নিষেধ করে নানা উপদেশ দেয়। এ ঘটনায় রাগান্ত্বিত হয়ে ইশারত বাড়ি ফিরে যায়। এর কিছুক্ষণের মধ্যেই সে ওই দোকানে ফিরে আকামত মোল্যার বুকে ধারালো ড্যাগার দিয়ে আঘাত করে।

ঘটনার পর এলাকাবাসি আকামত মোল্যাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নিহত আকামত মোল্যা ক্ষেত খামারের পাশাপাশি চাউল বাজারে মুটে বহনের কাজ করতো।

ঘটনার রাতেই নিহতের ছেলে নাসিরুল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, ইশারত একটি বখাটে ছেলে। নিয়মিত মাদক সেবন করে থাকে। তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের পর সে গ্রামের মধ্যে লুকিয়ে ছিল। কিন্তু সকালে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের হাতে ধরা পড়ে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology