মাগুরা প্রতিদিন ডটকম : মায়ের বিরুদ্ধে সন্তানের অভিযোগের প্রেক্ষিতে মৃত্যুর ৯ নভেম্বর কবর থেকে বাবা আবু বক্কারের লাশ ময়নাতদন্তের জন্যে তোলা হচ্ছে।
মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের আবু বক্কার শেখ এ বছরের ২ অক্টোবর ভোরে মারা যান। এর আগে দীর্ঘ ৩০ বছর যাবত তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।
বাবার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে ছেলে সিজান মাহমুদ সাগর ১৩ অক্টোবর মাগুরা জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলাটিতে আসামী করা হয়েছে তার গর্ভধারিনী সীমা পারভীন, তার কথিত প্রেমিক রকিবুল ইসলাম হিরক সহ আরো ৩ জনকে। অন্যদিকে মামলটিতে মায়ের বিরুদ্ধে সাক্ষি হিসেবে আপন বোন বৃষ্টি খাতুন সহ অন্যান্যদেরকে রাখা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, স্বামী আবু বক্কার সৌদি আরবে কর্মরত অবস্থায় সীমা পারভীন স্বামী রকিবুল ইসলাম হিরক নামে এক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি আবু বক্কার দেশে ফেরার পর বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় সীমা ও রকিবুল তাকে হত্যা করার পরিকল্পনা নেয়। সেই অনুযায়ী ২ অক্টোবর ভোররাতে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর বালিশ চাপা দিয়ে আবু বক্কারকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই ঘটনার পর আসামিরা কৌশলের অংশ হিসেবে তড়িঘড়ি করে লাশ দাফন করে দেয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় জানান, আদালত নির্দেশনা অনুযায়ী ৯ নভেম্বর লাশের ময়নাতদন্তের জন্যে কবর থেকে তোলা হবে।
ময়না তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও তিনি জানান।