মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শ্রীপুর থানার ওসি মো. আলী আহমেদ মাসুদসহ একই থানার এসআই মাসুদ মোল্লা এবং এএসআই আনিসুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার বলেন, ওসি মো আলী আহমেদ মাসুদ থানার নিজ কোয়ার্টারে, এসআই মাসুদ মোল্লা থানা ব্যারাকে এবং এসএসআই আনিসুর রহমান নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ৩ জনই স্বাভাবিক ভাবে সুস্থ আছেন।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, শনিবার ২০ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন হয়েছে ৪৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মোট সুস্থ হয়েছে ৩১৬ জন। এছাড়া মাগুরা সদর ৬ জন, শ্রীপুর ৩ জন ও শালিখা উপজেলায় ১ জন সহ ১০ জন মারা গেছে। আক্রান্তদের ৫ জন প্রাতিষ হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মগুরা থেকে ১২জনকে জেলার বাহিরে রেফার করা হয়েছে।