আজ, বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৪


 ‘শ্রীপুর বাহিনী’র অধিনায়ক আকবর হোসেন মিয়ার স্মরণ সভা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর আঞ্চলিক বাহিনী’র অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু।

সভায় বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন, সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম, শ্রীকোল ইউপি চেয়ারম্যান ও অধিনায়য়ক আকবর হোসেন ফাউন্ডেশনের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোশররফ হোসেন, সদর ইউনিয়ন কমান্ডার নজরুল ইসলাম রাজু প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মাঝে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী জহুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনছান নাজাত আশাসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তাগণ মুক্তিযুদ্ধাকালীন সময়ে শ্রীপুর বাহিনীর বিভিন্ন যুদ্ধেও স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বাহিনীর জীবিত মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology