আজ, রবিবার | ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১২:১৪


সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহেই

মাগুরা প্রতিদিন : আগামী সপ্তাহেই সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রেস বিফ্রিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।তিনি বলেন, “রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।”

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানান, এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে।

আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে।
নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন, যা যাচাই-বাছাই চলছে বলেও তিনি সাংবাদিকদের জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology