আজ, বৃহস্পতিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১০:১১

ব্রেকিং নিউজ :

সকলকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানিয়েছেন এমপি সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর বৃহস্পতিবার মাগুরা পৌর আওয়ামীলীগের বর্ধিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে পৌর আওয়ামীলীগ সভাপতি বাকি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরা পৌরমেয়র জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, প্রচার সম্পাদক এডভোকেট শাখারুল ইসলাম শাকিল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল প্রমুখ।

সকাল ১০টায় আয়োজিত এ বর্ধিত কর্মী সভায় উপস্থিত পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৬ সহস্রাধিক নেতা-কর্মীকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর।

তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মৌলবাদি শক্তিকে প্রতিহতের বিকল্প নেই। সেই ধারা অব্যাহত রাখতে অবশ্যই দলকেও শক্তিশালি থাকতে হবে। কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবেই।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology