মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পুলিশ অফিসের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী দেব প্রসাদ আইচ (৮২) রবিবার সকালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তিনি দৈনিক সংবাদ ও এসএ টিভির মাগুরা জেলা প্রতিনিধি ও স্থানীয় অনলাইন পত্রিকা মাগুরাবার্তার সম্পাদক সাংবাদিক রূপক আইচের বাবা।
রবিবার সকাল ১০ টার দিকে মাগুরা শহরের দোয়ারপাড় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাগুরা সাতদোহা মহাশ্মশানে রবিবার সন্ধ্যা ৭ টায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে মাগুরা-১ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সাংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহি সদস্য জাহিদুল আলম, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।