আজ, বুধবার | ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫১

ব্রেকিং নিউজ :

স্বপ্ন দেখি মানুষ প্রজা নয়, নাগরিক হয়ে উঠবে-এনসিপি প্রার্থী, মাগুরা-২

মাগুরা প্রতিদিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাগুরা–২ আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাগুরা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তারিকুল ইসলাম ওরফে খাজা তারিক।

বুধবার রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মূখ্য সংগঠন আখতার হোসেন প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত ১২৫ জনের তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় রয়েছে সাবেক শিক্ষক, শিক্ষানুরাগী ও আধ্যাত্মিক চিন্তাবিদ খাজা তারিকের নামও।

তারিকুল ইসলামের বাড়ি সদর উপজেলার দরিশোলই গ্রামে। শিক্ষকতা পেশা, লেখালেখি, গবেষণা, গীত রচনা—বহুমাত্রিক পরিচয়ে নিজেদের তুলে ধরেছেন তিনি দীর্ঘদিন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় খাজা তারিক জানান, দল তাকে জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, এবার মনোনয়ন দিয়ে যে আস্থা রেখেছে—তিনি তার মূল্য দিতে চান।

তিনি বলেন, প্রচলিত রাজনীতির সঙ্গে তিনি অতীতে জড়িত ছিলেন না, তবে এলাকার মানুষের পাশে থেকেছেন সবসময়। শিক্ষা বিস্তারে কাজ করা, সামাজিক উদ্যোগে যুক্ত থাকা—এসবের মধ্য দিয়েই মানুষের ভালোবাসা পেয়েছেন। তার ভাষায়, “আমার স্বপ্ন—মানুষ প্রজা নয়, নাগরিক হবে। সেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমি নির্বাচনে আসছি। মাগুরা–২ আসনের মানুষও ব্যালটের মাধ্যমে এই স্বপ্নে অংশ নেবেন বলে আশা করি।”

তিনি নিজের নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনার দিকগুলোও তুলে ধরে মাগুরা প্রতিদিনকে জানান, জনগণের সেবা, ন্যায় ও মানবিকতা—এসবকে সামনে রেখে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চান। শিক্ষা ও যুবশক্তিকে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখছেন তিনি। শিক্ষাকে সর্বজনীন ও মানসম্মত করে তোলা, প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবনী কর্মসংস্থান—এসবকে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান।

স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, নারী-শিশু-প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করা, দারিদ্র্য নিরসন ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধিকে তিনি নিজের কাজের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে দেখেন। পাশাপাশি রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি ও নিকাশি ব্যবস্থার আধুনিকায়ন, কৃষি ও স্থানীয় উদ্যোক্তা উদ্যোগ বাড়ানো এবং পরিবেশ রক্ষার প্রতি জোর দেন।

আইনশৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতি তারিকুল ইসলামের অবস্থান সুস্পষ্ট—স্বাধীন বিচারব্যবস্থা, মানবাধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে কঠোর অবস্থান নেবেন বলে তিনি জানান। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, সব কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখবেন এবং জনগণের কাছে নিয়মিত জবাবদিহিতা করবেন।

নিজের অঙ্গীকার ও লক্ষ্য সম্পর্কে খাজা তারিক বলেন, “আমি ক্ষমতার জন্য আসিনি; আমি এসেছি জনগণের সেবা ও নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য। মাগুরা–২ আসনের প্রতিটি মানুষ ন্যায়, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের অধিকার পাবে—এটাই আমার প্রধান লক্ষ্য।”

নির্বাচন সামনে রেখে তার মনোনয়ন এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহের সাড়া।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology