মাগুরা প্রতিদিন : দেড় বছর আগে অপহৃত সন্তানকে উদ্ধার করে পিতামাতার কাছে ফিরিয়ে দিলো বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা আর্মি ক্যাম্প।
উদ্ধার হওয়া বুদ্ধি প্রতিবন্ধী সন্তান আরশাদুল মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বড়ুরিয়া গ্রামের কৃষক বাদশা শেখের ছেলে।
গত বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থতার সুযোগ নিয়ে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের লিটন শেখ আরশাদকে তার বাড়ি থেকে অপহরণ করে ফরিদপুরে নিয়ে যায়।
সেখানে লিটন শেখ আরশাদকে তার নিজ সন্তান হিসেবে পরিচয় দিয়ে একটি মৎস্য খামারে চাকরিতে নিয়োগ করে তার বেতনের টাকা ভোগ করতে থাকে।
এরপর এ বছরের ১ ফেব্রুয়ারি লিটন শেখ তাকে মাগুরায় ফিরিয়ে এনে একটি পোল্ট্রি ফার্মের চাকরিতে দেয়।
এদিকে মাগুরায় আরশাদকে দেখা গেছে এমন খর জানতে পেরে তার বাবা-মা মাগুরা আর্মি ক্যাম্পের স্মরণাপন্ন হয়। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার সেনা সদস্যরা মাগুরা সদর উপজেলার কাদিরপাড়া থেকে আরশাদকে উদ্ধার করে। পরে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ দেড় বছর পর সন্তানকে ফেরত পেয়ে আরশাদের বাবা-মা অত্যন্ত আনন্দিত এবং স্বস্তি প্রকাশ করেছেন। একই সাথে মাগুরা সেনাক্যাম্প সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
পরিবারটি হতদরিদ্র হওয়ায় মাগুরা আর্মি ক্যাম্প থেকে পরিবারটির জন্যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
এ ঘটনায় সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।