আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ২:৪৪


আইন মন্ত্রণালয়ের নতুন সচিব মাগুরার লিয়াকত আলি মোল্লা

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান মো. লিয়াকত আলি মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. লিয়াকত আলি মোল্লা এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আগে
মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে আইন ও বিচার বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়। এতে লিয়াকত আলী মোল্লাকে আইন মন্ত্রণালয়ের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হলো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology