মাগুরা প্রতিদিন : মাগুরায় চাঞ্চল্যকর শিশু নির্যাতন মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার বিকেলে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম) আদালতের বিচারক সব্যসাচী রায় হিটু শেখের জবানবন্দি গ্রহণ করেন।
মাগুরা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে,, হিটু শেখ আদালতে উপস্থিত হয়ে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তি প্রদান করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
মাগুরার শহরতলী নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে গত ৫ মার্চ দিবাগত রাতে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। এ সময় তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করা হয়। ওই ঘটনার পর প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ১৩ মার্চ দুপুরে সেখানে শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা ৮ মার্চ মাগুরা সদর থানায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখসহ ৪ জনকে আসামী করে শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনায় সহযোগিতার অভিযোগে এ মামলাটিতে আসামী করা হয় হিটু শেখের স্ত্রী জাহেদা, নির্যাতনের শিকার শিশুটির বোন জামাই সজিব এবং সজিবের বড় ভাই রাতুলকে।
পুলিশ ইতোমধ্যে এজাহারভূক্ত চার আসামীকেই গ্রেফতার করেছে।