আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ২:৩১


কুয়াকাটায় মাগুরার কিশোরের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে মাগুরার এক কিশোর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে  মারা গেছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় সৈকতের জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এর আগে বেলা ১১টার দিকে সেখানে গোসলে নেমে নিখোঁজ হয় সে।পারভেজ মাগুরার সদর উপজেলার হাজিপুর পশ্চিবাড়ীয়ালা গ্রামের আলীউল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মাগুরা থেকে সামাদসহ ৭ জন একসঙ্গে কুয়াকাটা বেড়াতে যায়। পরে বুধবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টে পারভেজ ও সেলিম রেজা একসঙ্গে গোসলে নামেন। এসময় পারভেজ ঢেউয়ের তোড়ে ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে ওই স্থান থেকে সামাদের লাশ উদ্ধার করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology