আজ, রবিবার | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৭


চলে গেলেন বৃহত্তর যশোরের কৃতি ফুটবলার ইসরাফীল

মাগুরা প্রতিদিন : বৃহত্তর যশোরের সাবেক কৃতি ফুটবলার , সত্তর-আশির দশকে মাগুরার মাঠের জনপ্রিয় ফুটবল মুখ মোঃ ইসরাফিল চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

২১মার্চ রাত দেড়টার দিকে ঢাকার মুগদা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

পরিবার-পরিজন  নিয়ে ডেমরাতে নিজ বাসায় থাকতেন সাবেক এই ফুটবলার।

মাগুরার সত্তর আশির দশকের ক্রীড়ামোদীদের কাছে এই নামটি এখনও খুবই প্রিয়। আশির দশকে যশোরের যে সব ফুটবলার মাগুরাতে ইয়থ ক্লাবের পক্ষে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট খেলতে আসতেন তার মধ্যে ফুটবলার ইসরাফিল ছিলেন অন্যতম। ঐ সময় মাগুরার মাঠে ইসরাফীলসহ ফুটবলার সাথী, আজাদ, আকতাররা মাগুরার কৃতি ফুটবলার বড় মোহন, মকবুল, লোভন, কাজী ফিরোজ, মোস্তফা, আসাব, আনোয়ার, ছোট মোহনদের সাথে মাঠ মাতিয়েছেন।

মোঃ ইসরাফিল যশোরের পাশাপাশি ঢাকা ফুটবল লীগে ১৯৭৬ মৌসুমে পিডব্লিউডি ক্লাব , ১৯৭৭-৭৮ মৌসুমে আজাদ স্পোর্টিং ক্লাব), ১৯৭৯-১৯৮১ মৌসুমে ওয়াপদা ক্লাব, ১৯৮২-১৯৮৩ মৌসুমে সাধারণ বীমা,  ১৯৮৪ সালে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং ১৯৮৫ সালে  ওয়ারী ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন।

এ ছাড়া ১৯৭৯ সালে তিনি তৎকালীন শক্তিশালী ফুটবল দল বিজেএমসির পক্ষে আগাখান গোল্ডকাপে অংশগ্রহণ করেন।

প্রয়াত ফুটবলার মো. ইসরাফীল-এর শৈশব- কৈশর কাটে যশোরে। যশোর সম্মিলণী ইনস্টিটিউট স্কুলে পড়ার সময় থেকে তিনি ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেন। যশোর ও খুলনা জেলা ফুটবল লীগে নিয়মিত খেলতেন।

১৯৭৬ সালে অনুষ্ঠিত শেরেবাংলা কাপে চ্যাম্পিয়ন যশোর জেলা ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

১৯৮৮ সালে তিনি যশোর জেলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মারা যাওয়ার আগে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। খেলোয়াড়ী জীবন থেকে অবসরের পর সাবেক এই ফুটবলার ব্যবসা করতেন। ঢাকার সোনালী অতীত ক্লাবে নিয়মিত যাতায়াত করতেন।

সাবেক এই ফুটবলারের মৃত্যুতে তাঁর মাঠের সতীর্থ  সাবেক আরেক কৃতি ফুটবলার সাথী বলেন, ‘পুরনোরা একে একে চলে যাচ্ছে। আকতারের পর চলে গেলেন ইসরাফীল ভাই। আমরা এক সাথে খুলনা, যশোর, মাগুরার কত জায়গায় খেলেছি। সবই এখন স্মৃতি।’

সাবেক এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাগুরার সাবেক কৃতি ফুটবলার, মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology