আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৪


জাহাজে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মাগুরার দুই পরিবারে শোকের মাতম

মাগুরা প্রতিদিন : চাঁদপুরের জাহাজে দুর্বৃত্তদের ধারালে ছুরিকাঘাতে নিহত সাতজনের দু্’জনের বাড়ি মাগুরার মহম্মদপুরে। সোমবার চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে সারবাহী জাহাজে ঘুমন্ত অবস্থায় মাগুরার সজিবুল (২২) এবং মাজেদুল (১৬) সহ আরো ৫জন খুন হয়।

নিহত সজিবুল মুন্সি (২২) উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের দাউদ মুন্সির ছেলে এবং মাজেদুল (১৬) একই উপজেলার চর যশোবন্তপুর গ্রামের আনিচুর রহমানের ছেলে।

নৃশংস এ ঘটনার শিকার ওই দুই পরিবার এবং স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সজিবুল ইসলাম দিন ১৭ আগে এমবি আল বাখেরা জাহাজে গ্রীজারের চাকরি নিয়ে গিয়েছিলেন। কয়েকমাস আগে বিয়েও করেছেন।

অপরদিকে নিহত মাজেদুল ইসলাম ঝামা বরকাতুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। পারিবারিক অভাবের কারণে ১১ দিন পূর্বে একই জাহাজে চাকরির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে যান। কিন্তু রহস্যজনক ওই ঘটনায় দু্’জনেরই মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। মহম্মদপুর থানার ওসি আবদুর রহমান জানান, হত্যাকান্ডের খবর জানার পর উভয় পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। মরদেহ এলাকায় পৌঁছলে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology