আজ, মঙ্গলবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১০:২৯


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরার ছেলে ডাক্তার সৌরভের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার সন্তান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণরত রংপুর মেডিকেল কলেজের ৪৪-তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ সাহা রবিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি মাগুরার সদর উপজেলার জাগলা গ্রামের প্রয়াত ক্ষুদ্র ব্যবসায়ী সমীর কুমার সাহার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ডাক্তার সৌরভ সাহা গত ৪ সেপ্টেম্বর অসুস্থ্য হয়ে চীন-মৈত্রি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় সেদিনই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

সৌরভ সাহা একজন মেধাবী ডাক্তার এবং একজন প্রগতিশীল ও মানবিক মানুষ ছিলেন। দরিদ্র সংগ্রামের মধ্য দিয়ে তার বাবা সমীর কুমার সাহা সন্তানদের মানুষ করেছেন। ২০১৭ সালে সড়ক দূর্ঘটনায় তিনি মারা যান। প্রতি সপ্তাহে গ্রামের বাড়িতে ফিরে বিনামূল্যে রোগীদের সেবা দিতেন ডাক্তার সৌরভ। গত বছরই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ডাক্তার সৌরভের পরিবার ঘনিষ্ট সুদেব চক্রবর্তি জানান, ঢাকা থেকে মরদেহ মাগুরা আনার পর রাতেই তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology