নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হলেন অধ্যাপক আলমগীর রহমান। ৩০ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রাপ্ত হন। তাঁর বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে। বিসিএস নবম ব্যাচে উত্তীর্ণ অধ্যক্ষ আলমগীর রহমান দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা পেশার সাথে জড়িত। এর আগে তিনি বিভিন্ন সময়ে সরকারি বদরুন্নেছা কলেজ, টাঙ্গাইলের সরকারি করটিয়া সাদত কলেজ, কবি নজরুল কলেজে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড-এও তিনি এর আগে উপপরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।