আজ, বুধবার | ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৩

ব্রেকিং নিউজ :
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন উপজেলা চেয়ারম্যান পদে মাগুরা সদরে রানা ও শ্রীপুরে রাজনের দিকেই সবার নজর মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

বঙ্গবন্ধু গেমসে স্বর্ণজয়ী মাগুরার মেয়েদেরকে জাসদ নেতৃবৃন্দের অভিনন্দন

মাগুরা প্রতিদিন ডটকম  : ৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে মাগুরার মেয়েরা স্বর্ণজয় করায় জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম এবং জেলা নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্রাহ্মণবাড়ীয়া জেলা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে স্বর্ণ পদক জিতে নেয় মাগুরার মেয়েরা। তার আগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।

অন্যদিকে, বাংলাদেশ আনসার দলকে ৮-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে রাজশাহীর মেয়েরা।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে একই দিনে সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সন্ধ্যা ৭টায় ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল কিন্তু হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচটি দেরিতে শুরু হয়। প্রথম সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জিতে টাইব্রেকারে। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছিল তারা। দ্বিতীয় সেমি-ফাইনালে আনসার ভিডিপিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল মাগুরা।

বাংলাদেশে গেমসের নারী ফুটবলে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় সাত জেলার সঙ্গে আনসার ও ভিডিপি দল। ‘এ’ গ্রুপে ছিল ময়মনসিংহ, রাজশাহী, খুলনা এবং আনসার ও ভিডিপি। অন্যদিকে ‘বি’ গ্রুপে- মাগুরা, ফরিদপুর, ব্রাক্ষণবাড়িয়া এবং পঞ্চগড়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম এবং জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল ইসলাম ফণি এবং সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি বুধবার স্বর্ণ বিজয়ী মাগুরা দলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology