আজ, বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫৮

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীপুরে ‘মাগুরা মুক্ত দিবস’ পালিত

মাগুরা প্রতিদিন ডটকম : বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে শনিবার যথাযোগ্য মর্যাদায় মাগুরার শ্রীপুরে ‘মাগুরা মুক্ত দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধাগণ শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলনের পর শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনে’র সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধকালীন ‘শ্রীপুর বাহিনী’র প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোর্শারফ হোসেন মজা, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান বাবু, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি দুলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনছার নাজাত আশা। অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডারসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’র অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম আকবর হোসেন মিয়ার পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার নাজায়েত আলীকে উপ-অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলীকে সহ-অধিনায়ক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করলে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাগণ করতালির মাধ্যমে সম্মতি জ্ঞাপন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology