আজ, মঙ্গলবার | ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ২:৩০

ব্রেকিং নিউজ :
জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান মাগুরা সদরে উপজেলা চেয়ারম্যান পদে ৭ শ্রীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন জমা

মধুখালিতে ছিনতাই নয়-ঘটনা সড়ক দূর্ঘটনার

নিজস্ব প্রতিবেদক : মাগুরার তুবা ফার্ণিচার এবং ড্রিম ডিজাইন এন্ড কনসালটেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা সোহাগ আহমেদ এবং তারই সহকর্মী জামির ১৫ এপ্রিল মধুখালি উপজেলার আড়কান্দি ব্রিজের উপর থেকে মধুখালি পুলিশ কর্তৃক ছিনতাইকালে গ্রেফতার বলে বিভিন্ন অনলাইন মিডিয়ায় পরিবেশিত রিপোর্ট সত্য নয় বলে মাগুরা প্রতিদিন ডটকমের অনুসন্ধানে জানা গেছে।

পুলিশের সাথে ভুল বুঝাবুঝির কারণে মিডিয়াতে এ ধরনের একটি খবর প্রচারিত হয়। মধুখালি থানা পুলিশের মামলার প্রাথমিক তথ্য বিরবরণীতেও লেখা হয়েছে-গতিরোধ পূর্বক মারপিট ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ।

এদিকে সোহাগ আহমেদ জানিয়েছেন, তিনি একজন কাঠ ও কনষ্ট্রাকশন ব্যবসায়ী এবং একই সাথে রাজনীতির সাথে জড়িত। ব্যবসার কাজেই ঐদিন তিনি মটর সাইকেলযোগে ফরিদপুরের মাইজকান্দিতে যান। কাজ শেষে রাতে মাগুরা ফেরার পথে মধুখালি বাজার পার হবার পর বাগাট এর কাছাকাছি আসার সময় একটি ব্যাটারিচালিত অটো ড্রাইভারের ভুলে এ·িডেন্ট হলে তিনি হাত ও পায়ে আঘাত প্রাপ্ত হন। এ অবস্থায় রাগান্তিত হয়ে তিনি অটো চালককে মারধর করেন। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ তাদেরকে মধুখালি থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। টহল পুলিশ প্রথমে তাদেরকে চিকিৎসার জন্য মধুখালি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে থানায় নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সোহাগ আহমেদ আরও বলেন, তিনি মাগুরার সাজিয়ারা গ্রামের একটি উচ্চশিক্ষিত পরিবারের সন্তান। তার ভাইয়েরা বুয়েট, মেডিকেল থেকে পাশ করে উচ্চ পদে রয়েছেন। তিনি বিষয়টি নিয়ে ভুল না বোঝার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology