আজ, বৃহস্পতিবার | ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৪


মহম্মদপুরের চাপাতলায় একসঙ্গে গোসলে নেমে ৩ কন্যা শিশুর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এক সঙ্গে খালের পানিতে গোসল করতে নেমে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুরে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, দুপুর ১ টার দিকে তারা বাড়ির পাশে গভীর খালের পানিতে গোসল করতে নামে। কিন্তু দুপুর ২টার দিকে তাদেরকে বাড়িতে ফিরতে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। এ সময় পানিতে গোসল করতে নামার খবর পেয়ে স্থানীয়রা খালের মধ্যে তল্লাশি চালায়। পরে খালের পানিতে ডুবন্ত তিনটি শিশুর মরদেহ একে একে উদ্ধার হয়। এ ঘটনার পর তাদেরকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

নিহত ওই তিন শিশু হচ্ছে, চাপাতলা গ্রামের তারিকুল ইসলামের মেয়ে তানহা, আনারুল ইসলামের মেয়ে তারিন এবং সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া।

চাপাতলা গ্রামের একই পাড়ার ওই তিন শিশুর করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার ও আত্মীয়স্বজন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান জানান, একই সঙ্গে তিনটি মেয়ে শিশুর মৃত্যুর ঘটনা নিছক দূর্ঘটনা কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology