আজ, বৃহস্পতিবার | ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৫


মহম্মদপুর ইউএনওকে সাংবাদিকদের বিদায় সংবর্ধনা

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ওই উপজেলায় কর্মরত সাংবাদিকেরা।

বৃহস্পতিবার সকালে বদলি জনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারকে বিদায় সংবর্ধনা দেন তারা।

এ উপলক্ষ্যে স্থানীয় প্রেসক্লাব সম্মেলন কক্ষে দৈনিক ভোরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে এবং দৈনিক যায়যায়দিন এবং গ্রামের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি এস.আর.এ. হান্নানের সঞ্চালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদনাম আকিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাহমিনা আফরোজ, তথ্যসেবা কর্মকর্তা এমিলিয়া জামান সেতুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দায়িত্ব পালনকালে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে স্থানীয় সাংবাদিকেরা সর্বাত্মক সহযোগিতা দেওয়ায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।

৯ মাস ৭ দিন দায়িত্ব পালনের পর তিনি যশোর জেলার চৌগাছা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology