আজ, বুধবার | ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৩


মাগুরায় কালোবাজারে বিক্রি করা টিসিবি’র ৭৮ মেট্রিক টন চাউল উদ্ধার

মাগুরা প্রতিদিন : কালোবাজারে বিক্রি করা মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ ইউনিয়নে খোলাবাজারের জন্যে বরাদ্দকৃত প্রায় ৭৮ মেট্রিক টন চাউল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত উপজেলা খাদ্য অধিদপ্তরের নতুন নিয়োগকৃত ওএমএস ডিলার হোসেনিয়া কান্তা ঋতুর ডিলারশীপ বাতিল করা হয়েছে।

তবে এই কালোবাজির ঘটনায় জড়িত সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ওএমএস ডিলার হোসেনিয়া কান্তা ঋতুর মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারের ভাড়াকৃত গুদাম থেকে জব্ধকৃত সমুদয় চাল উদ্ধার করে মহম্মদপুর ও বিনোদপুর খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে।

এর আগে ৩০ জুলাই তারিখে তিনি মহম্মদপুর উপজেলার ৮ ইউনিয়নের টিসিবি ডিলারদের জন্যে ৭৭ হাজার ৮৩৫ মেট্রিক টন চাউল উত্তোলন করলেও সেগুলো বিক্রি না করে বিনোদপুর বাজারের এক চালকল মালিকের কাছে অধিকদামে বিক্রি করেন।

মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ উপজেলায় টিসিবি’র কার্ডধারী উপকারভোগীর সংখ্যা মোট ১৫ হাজার ৫৬৭ জন। এদের মধ্যে খোলাবাজারে চাউল সহ নির্ধারিত অন্যান্য পণ্য বিক্রির জন্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের-টিসিবি’[র পক্ষ থেকে প্রতি ইউনিয়নের জন্যে একজন করে নিয়োগকৃত ডিলার রয়েছে। নির্ধারিত সময়ে টিসিবির ওইসব ডিলার সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন বাজারে খোলাবাজারে কার্ডধারী উপকারভোগীদের মধ্যে চাউল, ডাউল, তেল বিক্রি করে থাকে। গত জুলাই মাসে উপজেলা খাদ্য অধিদপ্তরের নিবন্ধিত ওএমএস ডিলার হোসেনিয়া কান্তা ঋতু নামে একজন ডিলার মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নের জন্যে মোট ৭৭ দশমিক ৮৩৫ মেট্রিক টন উত্তোলন করলেও টিসিবির ডিলারদের মধ্যে বণ্টন করেননি।

সূত্রমতে, মাগুরার বিনোদপুর এলাকার বাসিন্দা হোসেনিয়া কান্তা ঋতু এ বছরের ২৮ জুলাই খাদ্য অধিদপ্তর থেকে ওএমএস এর ডিলার হিসেবে নিযুক্ত হন। ৩০ জুলাই তিনি মহম্মদপুর উপজেলা খাদ্য গুদাম থেকে টিসিবির জন্যে চাউল উত্তোলন করেন। উত্তোলিত চাউল প্রতি কেজি ২ টাকা লাভে টিসিবি’র নির্ধারিত ডিলারদের বণ্টনের পর টিসিবি’র ডিলারগণ নির্ধারিত অন্যান্য পণ্যের সাথে খোলাবাজারে কার্ডধারী উপকারভোগীদের মধ্যে বিক্রি করবেন। কিন্তু তিনি উত্তোলিত চাউল টিসিবির ডিলারদের কাছে বিক্রি না করে সমুদয় চাউল উপজেলার বিনোদপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে অধিক দামে বিক্রি করে দেন।

এদিকে জুলাই মাসে খোলাবাজারে টিসিবির চাউল কিনতে পারায় উপকারভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বিষয়টি নিয়ে সোচ্চার হলেও এ বিষয়ে ১৮ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ অবস্থায় পরিস্থিতি অনুকুলে না থাকায় অভিযুক্ত ওএমএস ডিলার নিজের অপরাধ স্বীকার করলে বৃহস্পতিবার রাতে সমুদয় চাউল উদ্ধার করা হয়। এর আগে ডিলার কান্তা বিনোদপুর বাজারের চালকল মালিকের কাছ থেকে বিক্রি করা চালসমূহ ফেরত নিয়ে নিজের গুদামে সংরক্ষণ করেন।

গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সোবহান বলেন, পুরো ঘটনায় উপজেলা খাদ্য অফিস এবং ওএমএস কার্যক্রম সংশ্লিষ্টদের মনিটরিংয়ের ক্ষেত্রে যথেষ্ট দূর্বলতা রয়েছে। তাদের গাফিলতির কারণে এটি সম্ভব হয়েছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আকতার জানান, উত্মসাথকৃত চাউল উদ্ধার করে সরকারি গুদামে সংরক্ষণের পাশপাশি এ ঘটনায় অভিযুক্ত ওএমএস ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এই ঘটনায় সরকারি কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology