আজ, সোমবার | ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩৯


মাগুরায় কোটা সংস্কারপন্থীদের সাথে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া

মাগুরা প্রতিদিন : মাগুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভরত কোটাবিরোধীদের সঙ্গে পুলিশের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছোড়া ইট পাথরের আঘাতে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৮ জন সহ মোট ১২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা মাগুরা-ঝিনাইদহ সড়কের ভায়নারমোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে সড়কের উভয় পাশে যান চলাচলে বিঘ্ন ঘটায় পুলিশ তাদেরকে সেখান থেকে হটিয়ে দিলে তারা মাগুরা-যশোর সড়কে মিছিল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ ছত্রভঙ্গ করে দিলে বিক্ষোভকারীরা সড়কের ভায়না মৎস্য অফিস এলাকায় অবস্থায় নেয়। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ সহ পুলিশের ১০ সদস্য কমবেশি আহত হন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোবাশে^র হোসাইন বলেন, সড়ক অবরোধ করে রাখায় পুলিশ তাদেরকে দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ায় দায়িত্বরত পুলিশ আহত হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology