আজ, বুধবার | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ২:২৪


মাগুরায় গণহত্যা দিবস পালন

মাগুরা প্রতিদিন : নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় গণহত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মঙ্গলবার সকাল ১০টায় এই পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদাসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। 

এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ১১টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে সরকারি বালক বিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে বাঙালি জাতির ওপর যে নৃশংসতা চালিয়েছিল, তা ইতিহাসের এক কালো অধ্যায়। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে, যেন কেউ কখনও আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনিরুল ইসলাম মঞ্জু।

মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শিক্ষার্থী ও বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং অতিথিরা তার উত্তর দেন।

অনুষ্ঠান শেষে সব শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology