আজ, রবিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১০:৩০

ব্রেকিং নিউজ :
মাগুরা কাঁচাবাজারে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত কবি ফররুখ আহমদের বাড়ি অক্ষত রেখে রেললাইন হবে-প্রেস সচিব মাগুরা পল্লী বিদ্যুত সমিতির গণছুটিতে যাওয়া কর্মচারির সংখ্যা বাড়ছেই মাগুরায় দাসনা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত ডাকসু-রাকসু নির্বাচনে লড়ছেন মাগুরার ৫ প্রার্থী মাগুরা পল্লী বিদ্যুতের আন্দোলনরত ২১৪ জন কাজে ফেরেনি মাগুরায় দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের এক লাখ টাকা জরিমানা মাগুরায় ঘুমন্ত স্বামীর ঘরে প্রথম স্ত্রীর দেয়া আগুনে ৩ জন দগ্ধ অপহৃত সন্তানকে ফিরে পেয়ে মাগুরা সেনাক্যাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মিডিয়া ব্যাক্তিত্ব হাসান চৌধুরী কিরণের বাবার ইন্তেকাল

মাগুরায় দাসনা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার মঘি ইউনিয়নের দাসনা গ্রামে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় আইয়ুব মোল্যা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি ওই গ্রামের আবদুল খালেক মোল্যার ছেলে।

এলাকাবাসী জানায়, সামাজিক দলাদলীর জের ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ওই গ্রামের স্বপন মোল্যা এবং আতর আলী নেতৃত্বাধিন দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় আতর আলী সমর্থিতদের হামলায় মারাত্মকভাবে আহত হন অপর পক্ষের আইয়ুব মোল্যা।

এ ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে পাঠানো হলে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology