মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান এবং তৈয়বুর রহমান তুরাপকে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
শিকদার মিজানুর রহমান মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। অন্যদিকে তৈয়বুর রহমান তুরাপ নহাটা ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীগের নেতা।
পুলিশ জানায়, তারা দু’জনই বিগত আগস্ট আন্দোলনের ঘটনায় নাশকতা মামলার আসামী।
গত বছরের ৪ আগস্ট মাগুরা শহরের নবগঙ্গা ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। কামরুজ্জামান জুয়েল নামে এক যুবক ১০ অক্টোবর এ ঘটনায় বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান সহ সুনির্দিষ্ট ৩৫৯ জনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
অপরদিকে ৫ আগস্ট মাগুরা শহরের পিটিআই স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর হামলার ঘটনায় পাটকেলবাড়িয়া গ্রামের শাকিল মোল্যা নামে এক যুবক ২৬ আগস্ট সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় নহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপসহ সুনির্দিষ্ট ১০৪ জনকে আসামী করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে মাগুরা শহরের ঢাকা রোড বাসস্ট্যাণ্ড এলাকা থেকে আটক করা হয়। পরে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।