মাগুরা প্রতিদিন : মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির জন্যে দেশবাসীর কাছে সেনাবাহিনীর পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড পেজ-এ গত রাতে জানানো হয়েছে, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের পিআইসিইউ’তে চিকিৎসাধীন।
ওই পেজে দেয়া তথ্যমতে, প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদানুযায়ী শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এদিকে, শিশুটি বুধবার চারবার Cardiac Arrest এর শিকার হয়েছে এবং CPR প্রদানের মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে। তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ ৬০/৪০ যা আরো নিম্নমুখী।
সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত ০৮ মার্চ সন্ধ্যা ছয়টায় শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়। এর আগে ৬ মার্চ মাগুরার শহরতলী নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয় বলে মেয়েটির বোনের অভিযোগ। এ অভিযোগে ৮ মার্চ মেয়েটির মা শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভযোগে মামলা দায়ের করেন। ধর্ষণে সহযোগিতার অভিযোগে এনে ওই মামলাটিতে আসামী করা হয়েছে শিশুটির বোনের স্বামী, ভাসুর এবং শাশুড়িকে।
মামলায় অভিযুক্ত ৪ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।