আজ, বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৩১


মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৪

মাগুরা প্রতিদিন : মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (০৭ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার দেড়ুয়া গ্রামের যুবক আশিক ফকির বন্ধুদের সঙ্গে দুটি মোটরসাইকেলে করে হাটগোপালপুরের দিকে যাচ্ছিলেন। পথে মাগুরা–ঝিনাইদহ মহাসড়কের রামনগর ছাচানি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলগুলোকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আশিক ফকির নিহত হন এবং তার সঙ্গে থাকা আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে একই দিন বিকেলে মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে একটি নসিমনের ধাক্কায় বজলুর রহমান (ব্যবসায়ী) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, দুর্ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology