মাগুরা প্রতিদিন: মাগুরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি হয়েছে।
সোমবার (১লা সেপ্টেম্বর) সকাল ১১ টায় শহরের ভায়না মোড় জেলা বিএনপি অফিস থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা রোডে গিয়ে শেষ হয়।
এ র্যালিতে জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, সিনিয়র যুগ্ম- আহবায়ক আক্তার হোসেন, আহসান হাবীব কিশোর, যুগ্ম- আহবায়ক খান হাসান ইমাম, অ্যাডভোকেট রোকনুজ্জামানসহ বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মাগুরা জেলা বিএনপির আয়োজনে এ র্যালিতে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নেতা কর্মীরা অংশ নেয়।