আজ, বুধবার | ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৫


মাগুরায় মব সন্ত্রাসের আশঙ্কা করছে হেযবুত তাওহীদ

মাগুরা প্রতিদিন : মাগুরায় হামলা এবং মব সন্ত্রাসের আশঙ্কায় সাংবাদিক সম্মেলন করে নিজেদের নিরাপত্তা দাবী করেছেন হেযুবত তাওহীদের কর্মীরা।

শনিবার দুপুরে মাগুরা শহরের জামে মসজিদ রোডে রিপোর্টার্স ইউনিট কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে এই আশঙ্কার কথা জানানো হয়।

“হেযবুত তাওহীদ” ইসলামের নামে সমাজে অনাচার সৃষ্টি করছে। ইহুদিদের দ্বারা পরিচালিত এই সংগঠটির সদস্যরা আলেম উলামাদের বিরুদ্ধে নানা মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ এনে ইসলামের নামে একটি রাজনৈতিক দলের কর্মীরা রবিবার সন্ধ্যায় মাগুরার সদর উপজেলার ধলহরা মসজিদে শালিস বৈঠকের আহ্বান করেছে। ওই বৈঠকে স্থানীয় হেযবুত তাওহীদের কর্মীদেরকেও ডাকা হয়েছে। যে বৈঠকে হাজির করে তাদের উপর হামলা চালানো হবে এমন আশঙ্কা করে তারা সাংবাদিক সম্মেলন করছেন বলে জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তাওহীদ মাগুরা জেলা শাখার সভাপতি মো. আলিম শেখ। তিনি বলেন, হেযবুত তাওহীদ একটি অরাজনৈতিক সংগঠন। ধর্মের নামে নানা কু-সংস্কার, মব-সন্ত্রাস, জঙ্গীবাদ সহ মাদক বিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু তারপরও ইসলামের নামধারী একটি রাজনৈতিক সংগঠন হেযুবুত তাওহীদকে ইহুদিদের সংগঠন বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে শুক্রবার ধলহরা পশ্চিমপাড়া ঈদগাহ মসজিদে জুম্মার নামাজের আগে খুতবার বয়ানে ওই মসজিদের ঈমাম মো. এনামুল আমাদের সংগঠনটির কার্যক্রম প্রতিহতের আহŸান জানান। শুধু তাই নয়, রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই মসজিদে তারা শালিস-বৈঠকের আহ্বান করেছেন। এখান থেকেই ওই এলাকায় বসবাসরত ‘হেযবুত তাওহীদ” সংগঠনের নেতা-কর্মীদের উপর হামলা এবং মব সৃষ্টির মাধ্যমে বাড়িঘরে ভাংচুর করা হতে পারে বলে তিনি আশঙ্কার কথা জানান।

বিষয়টি নিয়ে ধলহরা পশ্চিমপাড়া ঈদগাহ মসজিদের ঈমাম মো. এনামুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে পার্শ্ববর্তি ধলহরা বড় মাদরাসার মুহতারিম মাগুরা জেলা হেফাজত ইসলামের সভাপতি মাও. জাবের বিন মুহসিন তাজাল্লাহ বলেন, মাগুরা জেলায় অল্প সংখ্যক কর্মি নিয়ে সংগঠনটি পরিচালিত হচ্ছে। এদের অধিকাংশই আমাদের এলাকার। ইহুদীদের দ্বারা পরিচালিত এ সংগঠনটির কর্মীরা আলেম ওলামাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক কথা প্রচার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ভিডিও প্রচার করে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দিচ্ছে।

তারা আমাদেরই সন্তান বা ভাই। তারা ভুলপথে আছে সেটি সংশোধনের দায়িত্ব আমাদেরই। সে লক্ষ্যেই শালিস বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানি। সতর্ক করে দেওয়া মূল উদ্দেশ্য, মব সন্ত্রাসের জন্যে নয় বলে তিনি জানান।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, হেযবুত তাওহীদ নামের সংগঠন হামলার আশঙ্কা করছেন এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology