মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের ভিটাসাইর এলাকায় মাদকসেবনে বাঁধা দেয়ার ঘটনায় গ্রামবাসীর উপর হামলার ঘটনা ঘটেছে।
এতে আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে জাহাঙ্গীর নামে এক যুবক আরো কয়েকজনকে নিয়ে ওই গ্রামের নাসিম মোল্লার বাড়ির পাশে মাদক সেবন করছিলেন। এ নিয়ে নাসিম মোল্লার সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মাদক সেবনকারীরা সংঘবদ্ধ হয়ে নাসিম মোল্লার (২৭) এর ওপর হামলা চালায়। হামলার হাত থেকে বাঁচতে নাসিম স্থানীয় ব্যবসায়ী মিটুলের দোকানে আশ্রয় নিলে সেখানেও তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় দোকানী মিটুলও আহত হন।
স্থানীয়রা জানান, হামলাকারিরা পাসপোর্ট অফিস এলাকার শাহীন মোল্লার খাবারের দোকান থেকে বের হয়ে হামলায় অংশ নেয়ায় নাসিমপক্ষের লোকজন পরে শাহীন মোল্লার ওপরও হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
সংঘর্ষে আহত ৩ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে শাহিন মোল্লার অবস্থা গুরুতর হয় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উভয়পক্ষ রাজনীতি সংশ্লিষ্ট হওয়ায় এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
মাগুরা সদর থানার ওসি মোঃ আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।