আজ, বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৫


মাগুরায় মেসার্স জেনারেল গ্যাস হাউজে ভোক্তা অধিকারের অভিযান

মাগুরা প্রতিদিন : ওজনে কম দেওয়া, সরকার নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি এবং বিপুল সংখ্যাক গ্যাস সিলিণ্ডার মজুদের অভিযোগে মাগুরার মেসার্স জেনারেল গ্যাস হাউজ নামক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (০৪ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের দোহার পাড় এলাকায় ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে নানা রকম অসংগতি পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে দোহার পাড় এলাকার মেসার্স জেনারেল গ্যাস হাউজ প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম ধরা পড়ে। খুচরা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ২৫৩ টাকা হলেও প্রতিষ্ঠানটি পাইকারি পর্যায়ে ১ হাজার ৩৩০ থেকে ১ হাজার ৩৫০ টাকায় গ্যাস বিক্রি করছিল।

এছাড়া প্রতিষ্ঠানটিতে শত শত গ্যাস সিলিন্ডার মজুদ থাকলেও কতগুলো সিলিন্ডার মজুদ করার অনুমতি রয়েছে—সে সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি মালিক। বিভিন্ন কোম্পানির সিলিন্ডার ওজন করে কম পাওয়া যায় এবং প্রতিষ্ঠানে থাকা একমাত্র অগ্নি নির্বাপক যন্ত্রটির মেয়াদ ২০২২ সালেই উত্তীর্ণ হয়েছে বলেও জানা যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ খায়রুজ্জামানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology