মাগুরা প্রতিদিন : মাগুরা সহ খুলনা বিভাগের ১০ জেলার মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে এ বছর কোরবানির ৩ লাখ ২৬ হাজার ৭৯৪টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এই রকম চিত্র পাওয়া গেছে।
তথ্যমতে, গরু ও মহিষের চামড়া ১ লাখ ১৯ হাজার ১১২টি এবং ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৬৮২টি।
খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে মাগুরায় সংগৃহীত চামড়ার সংখ্যা ৭ হাজার ১৫২টি, খুলনায় ২২ হাজার ৭৪২টি, যশোরে ৭৫ হাজার ১৮৫ টি, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৭২টি, বাগেরহাটে ১৩ হাজার ৫৭টি, নড়াইলে ৩০ হাজার ৭১৫টি, মেহেরপুরে ১৮ হাজার ৮৫টি, ঝিনাইদহে ৯৩ হাজার ৭৩৬টি, কুষ্টিয়ায় ৩৬ হাজার ৭৩৭টি ও সাতক্ষীরা জেলায় ২৩ হাজার ৩১৩টি।
সরকারের সরবরাহ করা বিনামূল্যের লবণ দিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর কোরবানির চামড়ার মূল্যবৃদ্ধি ও এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদরাসায় বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হয়। এই লবণ দিয়ে স্থানীয়ভাবে ২ থেকে ৩ মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব।