আজ, রবিবার | ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ২:৫২


মাগুরায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে আইনজীবী সহকারী সমিতির মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন : মাগুরায় হারুন মল্লিক নামে একজন আইনজীবী সহকারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় মাগুরা জেলা জজ আদালতের সামনে জেলা আইনজীবী সহকারী সমিতি আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

এ সময় মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক রোকনুজ্জামান খান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সহ আরো অনেকে বক্তব্য দেন।

সন্ত্রাসী হামলার শিকার মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্য হারুন মল্লিক জানান, তিনদিন আগে আদালতের কাজ শেষে গ্রামের বাড়ি জাগলা যাওয়ার পথে মাগুরা জেলা যুবদলের নেতা তরুণ জোয়ারদার শহরের ভায়নার মোড় এলাকায় একা পেয়ে তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনার পর বিষয়টি আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির সদস্যদের কাছে অভিযোগ দিলে তিনি ক্ষুব্ধ হয়ে ৩ জুন দুপুরে জজকোর্টের সামনে হাতুড়ি দিয়ে তার উপর হামলা চালান।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা তরুণ জোয়ারদার বলেন, একটি মামলার বিষয় নিয়ে তার সাথে বাগবিতণ্ডা হলেও উপর হামলা কিংবা চাঁদাবাজীর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology