আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৬


মাগুরায় ৩ দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি

মাগুরা প্রতিদিন : ৩ দফা বাস্তবায়নের দাবিতে বুধবার মাগুরার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অর্ধ দিবস কর্ম বিরতি পালন করেছেন। অবিলম্বে দাবি আদায় না হলে ২৬ মে থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি চলবে বলে ঘোষণা দিয়েছে তারা।

তবে এ ধরণের কর্মবিরতির খবর জানা নেই শিক্ষা কর্মকর্তাদের।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বানের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলার মোট ৮শত ৯২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ সহকারী শিক্ষকরা সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত থেকেও শ্রেণিকক্ষে শিক্ষাদান থেকে বিরত থাকেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

মাগুরা সদর উপজেলার বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান খান জানান, সহকারী শিক্ষক পদকে এন্ট্রিপদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি প্রদানের দাবিতে এ বছরের ৫ মে তারিখে এক ঘন্টা কর্মবিরতির মাধ্যমে সারাদেশের শিক্ষকরা কর্ম বিরতি শুরু করে। পরবর্তিতে ১৬ মে দুই ঘন্টা এবং ২১ মে ৩ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

শত্রুজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দুপুর ১২টা থেকে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছি। এতে ওই সময়ে শিক্ষাদান থেকে বিরত থাকায় দু:খ প্রকাশ করছি। তবে অবিলম্বে আমাদের দাবিসমূহ আদায় না হলে ২৬ মে তারিখ থেকে লাগাতার পুর্ণদিবস কর্মবিরতি শুরু করা হবে।

একইভাবে মাগুরার সদর উপজেলার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারনান্দুয়ালী, মাধবপুর, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কর্মবিরতি পালনের খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে কিছুই জানা নেই জেলা শিক্ষা কর্মকর্তাদের।

মাগুরা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে কথা হয়েছে। কিন্তু কোনো বিদ্যালয়ে কর্মবিরতি চলছে এমন কোনো খবর কেউ জানাননি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology